প্রিয়তা ,
কেমন আছো ? আশা রাখি আমার ভালোবাসা নিয়ে ভালো আছো ।
এখন আর জানাবো না , আমার এলোমেলো জীবনে তোমার আগমনের শুভেচ্ছা ।
কারন এখন আমি ভেবে যাই ,
আমি সর্বদা ভাবি , ভোরের চিতার আগুনে পোড়া কবিতা গুলোর কথা ।
যে কবিতা গুলোয় আমি ইতি টানতে পারনি ,,অসমাপ্তি থেকে গেছে ।
আমি ভাবি তোমার আমার প্রথম দেখা হওয়ার মুহুর্ত কালের কথা ।


কেমন হবে প্রথম দেখা ?
তুমি কি আমার চোখে চোখ রাখতে পারবে ?
নাকি লজ্জাবতির মত নেকাবের আড়ালে লুকাবে মায়া জড়ানো চোখ দুটো !!
তুমি কি আমার কুৎসিত চেহারাটা দেখবে মায়া নিয়ে ?
নাকি ঘৃনায় মুখ ফিরাবে বারে বারে ।


আচ্ছা তুমি কি আমার হাতটা একটু ধবে ?
নাকি বার্ধক্যের মত তোমার হাতের শিরায় কাপুনি ধরবে ।
ভয় পেয়োনা ,সত্তুরের শরীর কাপুনিতেও তোমার হাতটা ছাড়বো না বিশ্বাস টুকু
দিতে পারি ।


দেখা হলে কি আমার পাশে বসে আমার কাঁধে মাথা রাখবে পরম ভালোবাসায় ?
নাকি এক হাত এক বিগে দূরত্বের সেতু গড়াবে আমাদের মধ্যিখানে ।


আচ্ছা উত্তরের শীতল বাতাসে কপালে এলোমেলো হয়ে পড়া তোমার অবাধ্য
চুল গুলো গুজে দিতে দিবে ?
নাকি ক্লিপে বন্ধি করে অবাধ্য চুল গুলোকে বাধ্য করবে ।


আচ্ছা আমাদের দেখা হবে কবে ?
বসন্তের শিমুল আর কৃষ্ণচুড়ার মেলাতে ।
নাকি কোন বর্ষার ঝুম বৃষ্টিতে ,
যেখানে প্রকৃতি বরন করবে আমাদের কদম পাপড়ির গালিচা পেতে ।
বা শীতের কুয়াশার চাদরের ফাঁকে এক চিলতে রুপালি হাসির ভোরে ।
নয়তো কি কোন ঘুঘু ডাকা নিরব গোধুলির কালে ,
যে নিরবতায় কথা বলবে আমাদের ভালোবাসা ,দূর করবে দূরত্বের সেতু !


হে প্রিয় এক ঝাক প্রশ্ন পেয়ে কি খুব বিচলিত তুমি ?
হয়োনা বিচলিত , এ যে ভালোবাসার প্রশ্ন পত্র।
(২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮)