নীল আকাশের বারান্দায় দাঁড়িয়ে
অনেকটা রাত যাচ্ছি পেরিয়ে।


জলছবি আঁকছি শৈশবের আতুর ঘরে,
কার চোখে বলো প্রথম প্রেম আঁকি?
বন্দী প্রেম ক্ষয়ে যায় অবহেলায়।


সমস্ত বিকাল প্রত্যহ দিচ্ছে ফাঁকি,
নৈর্ব্যক্তিক জীবনে প্রেম যায় প্রতিদিন মরে,
তুমুল বর্ষায় জেগে থাকে বিদ্রোহী আঁখি।


কে বলো আঁকবে বেদনার জলছবি ?
মেঘলা ছাতায় অচেনা মুখ ভাসে ধীরে,
খুব ধীরে আমার মনের আবডালে ।