আমাদের প্রত্যেকের ভেতরে থাকা শিশুটি,
প্রতিদিন একবার করে জেগে ওঠে ।
সারাদিনের ব্যাস্ততাতে প্রাণ না পেয়ে,
আবার ক্ষনেই ঘুমিয়ে সে পড়ে ।
ছোট্ট বেলার স্বপ্নগুলো আজকে হাতে পাওয়া,
তবে খেলাধুলার স্মৃতিগুলো আজ আকাশ ছোঁয়া ।
হাতের কছে সবই আছে শুধু সময় ছাড়া ,
সবার সাথে হয় না কথা, শুধুই থাকে তাড়া ।
কাজের পিছনে ছুটতে ছুটতে
একদিন আমরা হব ক্লান্ত ।
সেদিন আবার শিশু হব
হাঁসব-খেলবো জীবন হবে শান্ত ।