রোদের মতো ডাকনাম হতে পারতে,
আলোর ঝিকিমিকি গায়ে মেখে নিতাম।
সাদা তুলোয় আকাশ হতে পারতে,
পাখি হয়ে পাখা মেলে উড়ে বেড়াতাম ।
ঘাসের উপর সকাল বেলার শিশির হতে পারতে,
শীতের ভোরে চাঁদর মুড়ে তোমায় ছুঁয়ে আসতাম।
গৃষ্মের দাবদাহের তৃষ্ণা হতে পারতে,
বর্ষা রূপে বৃষ্টি হয়ে ঝরে ঝরে পড়তাম ।