বর্তমানে বিশ্বের এই কঠিন পরিস্থিতির সামনে দাড়িয়ে সমস্ত ডাক্তার,নার্স ও স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে লেখা আমার কবিতা ।


ডাক্তার আজ তুমি ঈশ্বর
                          


চেয়ে দেখো তোমরা, থেমে গেছি আমরা, থেমে গেছে পৃথিবী ।
থমকে গেছে শহর, থমকে গেছে দেশ ।
একমাত্র চলেছো তুমি শিরদাড়া সোজা করে ।
তুমিই যে ঈশ্বর, তুমিই যে ডাক্তার ।
এসেছে মারণ রোগ, তুমি তৈরি হও - বেরিয়ে পড়, ঝেড়ে ফেলে সব আবদার ।


কিসের এতো নেশা তোমার, ছুটে চলেছো দিনরাত ।
বিশ্ববাচাও ডাক দিয়েছো - মনে রাখবেতো পৃথিবী ।
তুমি আবার খাবে মার, ভুল-ঠিক অবিচারে ।
মানুষ আবার তুলবে আঙুল - ভুল ছিল তোমারই ।


চারিদিকে জীবন-মৃত্যুর সমুদ্র সফেন,
তুমি কি জানো, কতো রাত জেগে আছে তোমার ঐ পেন ।
তোমার কথা ভেবে-ভেবেই আজ সে শয্যায়,
তুমি কি নিষ্ঠুর, ফিরলেনা ! মনেরেখো মৃত্যুও কড়া নাড়ে দরজায় ।


যেদিকে তাকাই বন্ধু তোমার লাশ, দেখছোতো ভয়ানক দৃশ্য,
কাকে ছেড়ে, কাকে বাঁচাই, যেন শেষ হয়ে গেল বিশ্ব ।
ভগবানের দুয়ার  হয়েছে বন্ধ,
তুমিই আজ ঈশ্বর! শোনো হে ডাক্তার!
ঘরে ঢুকে বসে আছে নেতা থেকে মন্ত্রী,
রাস্তা-ঘাটে কারফিউ, সব আছে বন্দী ।


কতকাল! কতকাল যাওনি ডাক্তার মায়ের কোলে,
মায়ের আজ বুক ভেঙেছে অশ্রুজল ফেলে ফেলে ।
তবুও তোমাকে চলতে হবে নিদ্রাহীন বারবার,
কিসের জন্য করছো তুমি? সময় পেয়েছো কি ভাববার ।


ওহে! ডাক্তার তুমি সত্যি কি ফিরবেনা ঘরে,
তোমার আদর্শ তোমাকেই খায় হৃদয় কুরে কুরে ।
তোমার চরণে করি মাথা নত, তুমিই দেবতা মোর,
হে ডাক্তার! তোমারতো শরীর আছে, তুমিও নিজেকেও দেখো-দিন শেষে অন্তত একবার ।


বিপদে পড়ে বিশ্ববাসীর কোটি কোটি  ভাই,
তবে তুমিইবা কি করে পিছন ফিরে চাও ।
যুদ্ধ সবে হল সুরু এখনও তো অনেকে বাকি,
আগের মতো করোনাকেও তুমি করবে ধ্বংস জানে বিশ্বব্যপী ।


ঘরে ঘরে শঙ্খ ধ্বণী, জ্বলছে প্রদীপ-মোমবাতি ঐ
তোমার সাথে আমরা রয়েছি হাত ছাড়বনা কেউ ।
আনবেই জানি নতুন সূর্য্য, নতুন দিনের ভোর,
দূষণমুক্ত পৃথিবী গড়বো, সবাই খুলবে আবার দ্বোর ।


---------------------------------------------