একাকী অবসরে,
কাটছে দিন একটু কষ্ট করে,
শহর জুড়ে কারফিউ, কেউ কোত্থাও নেই ।
মানুষের সাথে মানুষ বিছিন্ন,যোগ আর কই?
দোকান-পাঠ, স্কুল-কলেজ সব আছে বন্ধ,
চারিদিকে স্তব্ধতা, ধেয়ে আসছে মৃত্যুর গন্ধ ।
ঘুমের প্রিয় বিছানা আজ অফিসের ব্যস্ততায়,
দুঃখ গুলো হেঁটে বেড়ায় ফেলে আসা রাস্তায়।
স্মৃতির অতলে ডুবে থাকা প্রশ্নচিহ্ন সত্যের খোঁজ করে,
ভাবনারা ভিড় জমায় আমার একান্ত নির্জন অবসরে ।
    
                         নমস্কার 🙏