মা,   তোমার জন্য এই পৃথিবী দেখা
        তোমার জন্য নুতনত্ব চিনতে শেখা ।
        চোখের উপর আর একটা চোখ
        মনের মাঝে মন ।
        সুখের মাঝে আর একটা সুখ
        দিচ্ছো আজীবন ।
        তোমার জন্য সকল বাঁধন টুটে
        বারে বারে তাই যে আসি ছুটে ।
        তোমার হাতের বিশ্বসেরা
        সেই রান্না খাওয়া ।
        আমার ব্যাথায় মাগো তোমার
        নিজের ব্যাথা পাওয়া ।
        কোনোদিন তুমি দাওনি কাঁদতে
        দিয়েছে মুখে হাসি ।
        ইচ্ছে করে আজও, তোমার কোলে
        একটুখানি মাথা রাখি ।
        
মা তুমি আছো বলেই স্বর্গসুখ তোমার মাঝে পাই ।
মাগো তোমার চেয়ে বড় আর কেউ এজগতে নাই ।।
                --------- : নমস্কার :--------