আকাশ ভরা সূর্য তারা -
জীবন মুখী গান ।
বেঁচেথাকার অভিমান ।
প্রানে জোনাকির আলো
মিট মিট করে জ্বলে ।
প্রতিপদে বিঁধে কাঁটা
স্তম্ভিত যৌবনে জোয়ার ভাটা ।
ভালোবাসা অবিশ্বাসী মায়া
হিংস্র পশুর প্রজ্জ্বলিত ছায়া ।
সারাদিন হেঁটে চলি -
প্রেম খুঁজে সে বিরাট তটভূমি ।
আজ আমি অপরাধী
খুঁজে না পাওয়া প্রেম চুরির অপরাধে ।
অন্ধকারে নীল হয়ে রক্ত জমাট বাঁধে
প্রতিটি শিরায় বইছে বিষ আহর্নিশ !
স্বপ্নের অন্তরে এক নতুন যন্ত্রনা
মনের অ্যালবামের স্মৃতি কুরে কুরে খায় ঘুন পোকা ।
জীবন আজ কোথা যাবে ?
সব পথই বন্ধ ।
মূহুর্তেই ডেকে ফিরে মায়ের আঁচলের গন্ধ ।
          ----------