কবিতা তুমি হারিয়ে গিয়েছো কয়েক মাস
তারপর কত আমাবস্যা পূর্নিমা পেরিয়েগেছে , তুমি ফেরনি ।
আমি কষ্ট পেয়েছিলাম বটে কিন্তু কোনো দুঃখে না ।
হয়তো তোমার চলে যাওয়া আমাকে
বিকলাঙ্গ করে দিয়েছে ।
মাঝে মাঝে তোমার কথা ভেবে স্মৃতিচারণ
করতে করতে আমার স্মৃতির বাইরে হয়ে গেছো তুমি ।
জানিনা কি করে নিয়ে আসব
আমার জীবনে ।
ভালোবাসার ছোট্ট কলম আজ নীরব ।
সে তার ব্যাকুল কণ্ঠে ডাকতে থাকে ...আয় ! আয় !
ফিরে আয় !
ভালবাসার নির্বাক চোখে ।
সাতরাঙা রামধনু ফিরে আকাশের পরে ।।
বিন্দু বিন্দু হিম পড়ে ঘাসের উপরে ।
দীর্ঘ দিন রাত্রী চলে গেছে একান্ত সদূরে ।।
এবার তো ফিরে আসো
না হয় লয়ে যাও
মোরে, তোমার সংসারে ।
আগুন ঠিকরানো মুখ আজ ম্লান
নেই তার ভাষা ।
শান্ত , শুস্ক-ভগ্ন মন শুধু খোজে
তার বিশ্ব বিজয়িনী পরিপূর্ণা প্রেম মূর্ত্তিটিকে -
নিশুতি রাত ঝুমঝুমিয়ে বর্ষা এলো দ্বারে ।
তোমার হৃদয় এত কঠিন ফিরলেনা মোর নীড়ে ।।
নমষ্কার