ভুলেছে সবাই , ভুলছে সবই
ভুলছে অনেক কিছু ।
দেখছে নাতো , আকাশ পানে
রাস্তায় মাথা নিচু ।


সভ্যতা আমাদের দিয়েছে অশেষ
নিয়েছে কেড়েও অনেক কিছু ।
আমাদের সাথে  পরিপার্শ্ব
ছিল যেন প্রকৃতির স্পর্শ ।


অজান্তে যেন গিয়েছে হারিয়ে
পড়েছে কি মনে তাদের কথা?
কাক , শালিক ছাড়া আর
পাচ্ছে কি দেখতে বঙ্গ বাসী ।


কোথায় গেলো ছোট্ট চড়াই
হারিয়ে গেছে স্থাপতি বাবুই ।
মোবাইলের আগমনে -বলছে প্রাণী বিশেষজ্ঞ
চড়াই বাবুই এর মতো ওরা হচ্ছে নির্বংশ ।


কাছের পাখি তেলে বাবুই
ছিল আকবরের সময় ।
দ্রুত এরা পোষ মানে
একটু আদর পেলে ।


আসতো ওরা ঝাঁকে ঝাঁকে  
বর্ষার আগমন নিয়ে ।
তারপর উড়ে যেত
মোদের মাথার উপর দিয়ে ।


হারিয়েছি আমরা সেই পাখি
আজ ওরা কতো দূরে নেই জানা ।
আছে শুধু একটাই ভাবনা
পাবো কি শুনতে সেই ডাক -
"চিট-চিট-চিট-চি-ই-ই....।
--------নমস্কার -------