--------------------------------------------
জীবনের যুদ্ধটা কি ?
কি নিয়েই বা হানাহানি লাঠালাঠি ।
কি নিয়েই বা বিদ্বেষ হিংসা ।
কিসের এতোই বা প্রতিদ্বন্দ্বিতা ।
আমার সূর্যটা তো অনেক আগেই উদয় হয়েছে ।
কিন্তু অস্ত কি গেছে ?
নাকি নরলোভী পিশাচের অস্ত্রের সাথে যুদ্ধ
করতে করতে সে নিজেই পরাস্ত হয়ে পড়েছে ।
জন মানসে বারে বারে লুটিয়ে পড়েছে ।
সব স্তব্ধ হয়ে গিয়েছে মৌন প্রতিবাদে ।
আজ রক্তের তাপমাত্রা বাড়তে বাড়তে কমে গেছে প্রায় ।
এখন সবাই নিজ হৃদয় সিংহাসনের রানী বানাতে চাই ।
শিশু থেকে বৃদ্ধ সবার রক্ত ঝরাতে অভ্যস্ত ।
খাঁকি উর্দিরা তারার সংখ্যা বাড়াতে ব্যস্ত ।
আলো আর অন্ধকারের তফাত খুজতে
খুজতে আজ আমি অতি ক্লান্ত ।
যৌবনের আঙিনা বড়ই শক্ত ।
শত গোলাপের কাছে করে মাথা নত ।
প্রেমে সিক্ত প্রেট্রলের প্রতিটি মৌল জানে ব্যর্থতার কাহিনী।
রসালো অনুভূতিগুলো প্রতিদিন জাগায় অন্তরে প্রতিধ্বনী ।
       --------------------------------