বিচিত্র জগৎ মাঝে খুঁজি সেই জনে
সাহিত্যে সম্রাট আর গুরু কাব্য জ্ঞানে ,
দেশ জাতি ধর্ম কুল সবেতে স্বার্থক
তিনি যে দেবতা মোর বাকি নিরর্থক !
তাঁহার বাণীতে থাক সত্যের কথন
কাব্য কূলে সৃষ্টি হোক নব্য জাগরণ ,
তাঁহার চরণ তলে দিব গো অঞ্জলি
বিভেদিত সমাজের স্বার্থ জলাঞ্জলি ।
প্রবচনে মৌক্ষ লাভ শ্রবনে শ্রেষ্ঠত্ব ,
লোভে ক্ষয় সুনিশ্চিত অজ্ঞানে দাসত্ব ,
পর ঈর্ষা সৃষ্টি পথে অশুভ নিশ্চিত
ইহকাল পরকাল কর সুনিশ্চিত ।
বিচিত্র ছলনা জাল সৃষ্টির আঁচল ,
অলখ অঙ্কুরে হোক সাহিত্য বিহ্বল ।
............ 5 . 1 . 2018 ...................
কবি ও চিকিৎসক “তপন সৎপথী” ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা আগামী বইমেলায় প্রকাশ করার পরিকল্পনাও ছিলো।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।  
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
আসুন,  আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর  প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।