(তুমি সূর্য হয়েই আছো)


অনন্ত কাল খুঁজবো পথে পথে
অলখ দূরে রৌদ্র ছায়ার মাঝে,
তেমন আমার নেই তো কোন কাজ
সকল বেলা চলবো তোমায় খুঁজে।
চেনা জানা সবখানেতেই যাবো
পাহাড় নদী মহা সিন্ধুর কোলে,
কোথাও যদি হয়গো হঠাৎ দেখা
জানবো তখন কেমনে ছিলে ভুলে!
জানি সেদিন বৈরী পবন ধুলায়
আকাশজুড়ে ধূসর মেঘের ছটা,
সূর্য মলিন নিস্তেজ নির্বাক
উন্মাদ ঝড়ে দুলবে কৃত্ত জটা।
বলবো সেদিন পথের কথা খানি
একান্তে কোনো নির্জন ঠিকানায়,
আঁচল মেলে বসবে আমায় নিয়ে
আপন আলয়ে কিংবা দূরের গাঁয়!
আসার পথে গাঁয়ের বধূর কথা
ভোরের বেলা প্রভাত গানের সুর,
একটু বেলায় তপ্ত রোদের সনে
সেই বিকেলে অচিন পাখির সুর।
অজানা পথ অনেক খানি রবে
চলবো একাই শূন্য খোলা দিকে,
থাকবেনা ভয় তখন কোনো কিছু
উদাস চক্ষু অলখ দূরের বাঁকে!
জানাশোনা রইবে না কেউ সাথে
খোলা আকাশ অসীম ধরার তল,
পরিচয় হীন দিনের মুক্ত বাতাস
রাত্রি হলে লাজুক তারার দল।
পড়বে উল্কা মাঝের আকাশ থেকে
সিন্ধু মাঝে ছুটবে পাগল ঢেউ,
মরুর বালি উড়বে সমীরণে
আমায় ডেকে বলবে না তো কেউ!
এমনি করেই চলবো আমি একা
ভুল পথেতে কিংবা সঠিক পথে,
ঠিকানা বিহীন তেপান্তরের পারে
দিগন্ত যেথা মিশবে আকাশ সাথে।