(তুমি আছো সবখানে)


সাগর ঢেউয়ে তোমায় চেয়ে দেখি
রোজই দেখি কুলের কাছে বসে
কোনটি উদাস আপন খেয়াল মত
কোনটি বিলীন বালুর তটে মিশে॥


ঝড়ের গায়ে তোমার কথা বলি
উড়িয়ে নিয়ে যায় সে অচিন দেশে
ঝাপসা চোখ দেখায় না ঠিক মত
পবন সনে অলক্ষ্যে যাও ভেসে॥


পাহাড় কোলে খুঁজে যখন ফিরি
আমার ডাকের প্রতিধ্বনি শুনি
এমনি করেই সকল পাহাড় গায়
তোমার আসার নিত্য প্রহর গুণী॥


মরুর মাঝে খুঁজলে তোমায় দেখি
তোমার নামেই মরীচিকা লোকে
দৃষ্টি ভ্রম ওই প্রকাশের ক্ষণ
হারাও শেষে মরুর বালু মেখে॥


এখন কেন পাইনি তোমায় খুঁজে
আমার উঠান আমার মেঠো আলে
হয়ত আমার মিথ্যে প্রতিশ্রুতি
তাইতো তুমি আমায় আছো ভুলে॥


বলতে আমায় না যদি পাই খুঁজে
তোমায় যেন নামটি ধরে ডাকি
আসবে ছুটে আমার চেনা ডাকে
ঘরে-বাইরে যেথায় খুশি থাকি॥


তোমায় ছাড়া মন বসে না আর
তাই তো চলি রোজই পথে খুঁজে
হৃদয় মাঝে আছো প্রতি বেলা
অশ্রু ঢেউয়ে এখন দু’চোখ ভিজে॥