অনু-স্মৃতি


ঋতুর ভাঙ্গনে জীবন ভাঙ্গছে দেখি
মলিনতা যায় সমীরণে কিছু মিশে,
নিজ মাটি আজ বিভাজন দূর গাঁয়
দূর নদী জলে পচা-গলা লাশ ভাসে!
সভ্যতা হারি অনু-স্মৃতি যে যাহার,
যমুনার জলে দুকূল ছাপিয়া ঢেউ,
প্রতিদিন কাঁদে বাংলার উপকূল
বালিয়াড়ি তটে খবর রাখিনি কেউ।
নিরীহ শিশুর শিশিরে ভিজছে চোখ
মায়ের কাপড়ে হাজার হাতের দাগ!
আমার পিতার নেই আজ ভিটেমাটি
নিজ দেশে কেহ কোরো না মানুষ ভাগ।
মুদিত নয়ন খোলো ওগো ভিন দেশ
বিভীষিকা মাঝে অসহায় মন উড়ে,
ঝড়ঝাপটায় ভাঙেনি মাটির ঘর
সংখ্যালঘুর ঘর যায় রোজ পুড়ে!
হাতে হাত রাখি প্রতি দেশ প্রতি জন
মানব সকল আমারই পরিজন,
বৃথা তুমি মর সীমান্তের সীমানায়
পৃথিবীর ঘরে সংকটে নিজ জন।
অমূলক প্রাণ অবিশ্বাসে দেশ-জাতি
শিশু ভয়ভীত চোখ বুজে মার কোলে!
পড়ে আছে দেখ দিকে দিকে কত শব
আমার পৃথিবী ছলনায় আছে ভুলে!!


রচনাকা : ২০১৭-১৮