অনুরাগের ছোঁয়া
======
মরতে পারি তোমার অনুরাগে
রইব বেঁচে তোমার ভালোবাসায়
হারতে পারি তোমার চরণ তলে
নীরব বেদন কেবল হৃদয় ভাসায় !
হারাই যখন প্রতি ক্ষণে ক্ষণে
তোমার কথায় সকাল দুপুর রাত ,
অভিমান নেই তো কারো প্রতি
চলার পথেই খানিক দিও সাথ ।
আমার স্বপন নিত্য জীবন বোধ
আমার মরণ ক্ষনিকের এক ডাক !
তোমার চরণ আমার পূন্য ভূমি
ঋতুর রঙে সদা জাগ্রত থাক ।
ইচ্ছা জাগে রইব মিশে সাথে
তোমার আকাশ তোমার ছায়া তলে ,
আমিও তোমার অনুভবের কেও
থাকবো শুধুই আপন স্বার্থ ভুলে ।
তখন তোমার অন্তরে বাহিরে
প্রকাশ সে তো আমার দৃপ্ত রূপ !
অগ্নিশিখায় পুড়ব যখন নিজে
মায়ার নিখিল তোমার বিশ্বরূপ !
কন্দলিত ভূমির সকল স্থল
আন্দোলিত সেথায় পরান খানি ,
তোমার সৃষ্টি সত্য ভাবনা জুড়ে
সেথায় আমার ক্ষুদ্র জীবন মানি ।
নিজের পুণ্য উচিত কর্ম যোগে
তোমার পথে সকল দিলাম রেখে ,
লক্ষ বছর এমনি করেই থাকি
ধরার বুকে তোমায় শুধু দেখে ।
......... 25 . 11 . 2017 .............
নিরক্ষর