এই পথ ধরে চলে যাবো আজ
সুদূরের নীলিমায়,
ওই দূরে দেখো আকাশ নেমেছে
শান্তির ঠিকানায়।
ওই তো ওখানে কাশ ফুল উড়ে
সমীরণে মেঘ খেলে,
ওর পাশে আছে শিমুলের বন
শ্মশানের মাঠ কোলে!
আসবো না আর তবু রব সাথে
নীরবে সেথায় দূরে,
আমি কবি তাই আমার ঠিকানা
একটু পথের ধারে।
তাতে কি হয়েছে একাসনে রব
এক মাটি মেখে গায়,
অদেখা পাতা ধুলা গায়ে থাক
তোমাদের ঠিকানায়!
দোষ ছিল নাকো ভালোবেসে আজ
হয়েছি কাঙাল আমি!
তোমার প্রেমের পূজারী হয়েছি
সৃষ্টি মেনেছি দামি!
তুমি অপরূপা কবিতা আমার
সাজায়েছি নিজ মত,
হিসেব রাখিনি কি পেলাম আর
হারালাম কতশত!
তোমায় নিয়েই রাত মিশে যেত
অলস ভোরের সনে,
দিন শুরু হতো চেনা কাজ দিয়ে
তুমি থেকে যেতে মনে।
সহজ জটিল শব্দের মাঝে
সাজিয়েছি কত বার,
বিদায় বেলায় আমার কাব্যে
নমি আজ বার বার।
শুভেচ্ছা দিয়ে রেখেছিলে সাথে
ঋণী রব চিরকাল,
কাঁচা হাতে লেখা কবিতা আমার
থাক অনন্তকাল।