চতুরস্র ভূমি


সূর্য গেল অস্তাচলে মালাবার কূলে
আসমুদ্র হিমাচলে নামিল আঁধার!
বিদিশার আবেষ্টনী অভ্রনীল জলে
অক্ষমা রজনী করে কপোতাক্ষ পার!
উড়াইল ধুলা বালি আলোকন দিক
ভুমিতলে বিষবৃক্ষে উপদিষ্ট কন্দ!
গর্বোদ্ধত ঘড়িয়াল জামিয়ার গায়
গঙ্গোত্রীর রুধী পথ করিছে আনন্দ!
দীর্ঘ পথ করি পার ক্লান্তিহীন যাত্রী
বড়ালের জলে মাঝি খুলে নাও রোজ,
যমুনার জলোচ্ছাসে শুদ্ধ তাজমহল
জানাজা পায়নি আজো কবরের খোঁজ।
বঙ্গোপসাগরে দেখি স্তব্ধ জলরাশি
উঠেনাই ঢেও আর ভারত সাগরে,
তারিণী কুলের কাছে তথাপি একাকী
কবর শ্মশান হোক দূর পারাবারে।
সেথায় থাকিব শুধু শঙ্খচিল সাথে
আলোক সাগর পথে পতঙ্গের গান,
আঁধারিত রাত্রি রব চাঁদ তারা সনে
মালাবার উপকূলে প্রবালের প্রাণ।
ভুল পথে খুলে নাও ছুটাইবে তারা
দিক নির্ধারণে রব নিশ্চিন্তে বসিয়া,
পৃথিবীর কোলাহল থাকিবে না সেথা
দিনান্তের অবসান সাগরে মিশিয়া।
রচনাকাল: ২০১৭-১৮