মৃতদের মাঝে জীব -
খুঁজে নেয় ভবিষ্যৎ , পথে ,
অনাদির চোখে ঘুম -
ইতরের বর্তমান খোঁজ ,
সায়ন্তন রাত্রি নাচে -
ছদ্দবেশী উদয়াস্ত রোজ ,
অকৈতব স্নিগ্ধ মন -
অকৌশলে কুশাসন রথে ।
গিরীষির গীর্ণ শব্দ -
প্রমাদিছে কপোতাক্ষ তীরে ,
অগণিত শুন্য স্রোত -
মানুষের কোলাহল শুনি ,
নিরন্তর নীতি মালা -
বেহিসাবি নির্বিকার জানি ,
আগামীর বিষ দাঁত -
বিবর্তনে দিবারাত্রি ফিরে ।


তপন সৎপথী (নিরক্ষর) এখন স্বর্গবাসী। ১৩ আগষ্ট, ২০১৮ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ অক্টোবর, ২০১৮ না ফেরার দেশে চলে যান। তিনি বাকুঁড়ার সকলের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন তার সাহিত্য ও সেবার মাধ্যমে। তাঁর দুটি কাব্যগ্রন্থ “কাব্যকথা” ও “আবহমান”। ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন। বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।