সেদিন আকাশ থাকবে ঘন নীল
দিগন্ত তার খুলবে আপন দ্বার,
ভোরে কিংবা দিনের আলোয় এসে
কানে কানে ডাকবে কাছে তার!
সকল প্রকাশ উলট পালট হবে
ঝাপসা চোখ খুজবে কাছের জন,
সেদিন কিন্তু আমার যতেক ভুল
ক্ষমা করো যে যার নিজ মতন।
আপন বলে চাইবো নাতো কিছু
থাকবে শুধু আমার শ্রদ্ধা ভক্তি,
নীলাম্বরের ওই সুদূরে বসে
নিখিলের মাঝে দৃপ্ত নবীন শক্তি।
কে দিবে গো ছুটিয়ে কালের রথ
ধুলায় ঢাকা স্বপ্ন মাখা পথে!
আমার যে আর নেই যে সময় বাকি
যা আছে সব দিব কালের হাতে।
এ পথ আমার দেখবে না তো চলা
শুনবে সবাই অনেক গল্প কথা,
খুশির হাসি হাসবে শিশু কোলে
বিরহী বধূর নীরব যতেক ব্যথা!
নিয়ম মেনেই উঠবে চন্দ্র তারা
সাঁঝতারাটির প্রকাশ সন্ধ্যা বেলা,
জ্যোত্স্নার রাত নির্বাক চুপি চুপি
আমার ঘরের পাশেই করবে খেলা!
আবার সকাল ডাক দেবে রোজ ভোরে
তখন আমি থাকবো অচিন দেশে,
সকল ক্ষনের পদধ্বনীর মাঝে
চরণ ধুলা মাখবো একাই বসে।