খুঁজতে হবে না কোনদিনও আর
কোনো অজানার স্থানে,
দেখ চেয়ে দূরে নীরবেই আছি
দূরে ওই আসমানে!
সকাল দুপুর বিকাল আঁধারে
সকলের মাঝে রব,
সব ঋতুতেই তোমার উঠানে
রোদ হয়ে ছুঁয়ে যাব।
কাজের ভিড়েতে যদি কোনো দিন
না হয় দেখা সাথে,
চাঁদ তারা ছুঁয়ে জ্যোৎস্না হয়েই
ঠিক এসে যাব রাতে।
সব খানেতেই আমারেই পাবে
পৃথিবীর প্রতি ঘরে,
যুগে যুগে ঠিক বেঁচে রব আমি
তোমারই অন্তরে!
না হয় থাকবো মরুতে পাহাড়ে
বালু পাথরের সাথে,
সাগরে নদীতে খাল বিল ঝিলে
বয়ে যাব কোন খাতে!
চেয়ে দেখো ওই মাঠের আলেতে
কঁচি ঘাসে আছি মিশে,
নদী অভিমুখে গরানের বনে
জল ছুঁয়ে রব ভেসে।
উপকূল কাছে মরুপ্রান্তরে
আমার চিহ্ন রবে,
সকল মায়ের চরণের তলে
আমায় খুজলে পাবে!
এমন যদি হয় কোনো দিন
না পাও আমায় খুঁজে!
ওই চেয়ে দেখো পৃথিবী ধুলায়
শুয়ে আছি চোখ বুজে।