দয়াময়ী


তাঁরই চরণ ধুলায় রব বসে
তাঁরই সেবায় করি জীবন পার,
ধন্য করি আমার ক্ষুদ্র জীবন
তাঁর চরণেই আমার অহংকার!
ভক্তি শ্রদ্ধা অন্তরে থাক জুড়ে
কষ্ট সকল আমায় দিও প্রভু,
মা যে আমার ভীষণ মায়াবিনী
দুঃখ তারে আর দিও না কভু।
জন্মলগ্নে সকল কষ্ট দিয়ে
প্রথম আলোয় চেয়ে ছিলাম আমি,
এবার আমায় শক্তি টুকু দিও
আপন দুখেও মায়ের চরণ চুমি।
কোথায় পাবো মায়া মাখা হাত
কে দিবে তাঁর স্নেহের আঁচল মেলে!
মা যে আমার ভীষণ দয়াময়ী
তাঁরই স্পর্শে থাকি সকল ভুলে।
নিদ্রাহীনের রাত্রি আমার মা
ক্ষুধার্ত মুখ আমার মায়ের স্নেহ!
দুস্থ কাঙ্গাল অনাথ দুখী জন
বঞ্চিত কভু হয়নি কোথায় কেহ।
উপোস দিয়ে খুশির হাসি তাঁর
পরিশ্রমে ক্লান্তিবিহীন চোখ!
হাজার দুখেও সুখী আপনজন
মায়ের দয়াই সৃষ্টি বিশ্বলোক!
মা ডাকেতেই ভাষার সঞ্চারণ
মায়ের নামে অসীম শক্তি পাই,
মা যে আমার শ্রেষ্ঠ শিক্ষা দেবী
মায়ের চরণ সদাই বক্ষে তাই।
লক্ষ বছর পরেও পৃথ্বী পরে
মায়ের মূর্তি এমনিটি ঠিক রবে,
প্রভুর কাছে একটু ভিক্ষা মাগি
মা যেন কেউ কষ্টে না রয় ভবে।


রচনাকাল। 2017-2018