মাঠের পথে নেব আমার সাথে
লাগুক ধুলা শরীর জুড়ে আজ,
পরাগ রেণু উড়ছে সমীরণে
তারই রঙ্গে অরূপ হবে সাজ!


এমন হলে সরষে ক্ষেতের আলে
লুকিয়ে দেব দিনের আলো মাঝে,
হলুদ আভা মলিন প্রদোষ ক্ষণে
আসুক জ্যোত্স্না তোমায় খুঁজে খুঁজে।


না হয় সাঁঝে রজনীগন্ধা বনে
শুভ্র বিলয় প্রলিপ্ত ফুল গায়,
আঁধার এসে ডাকবে আবার সাঁঝে
শ্বেত প্রকাশে উভয় হারা তায়।


দিনের আলো ছোঁবে মাঠের আল
ঠিক অবেলায় নেব তোমায় সাথে,
উষ্ণ ঘ্রাণ লাগবে নরম গায়
শরীর পুড়ুক একান্তে এক রাতে!


তখন রাতে জাগবে তারা মেঘে
চাঁদের উঁকি দূরের আকাশ থেকে,
মানসী মূর্তি অবনীর লীলা ভূমে
মাতোয়ারা মন নির্জনে ছায়া এঁকে!


আমিই তোমার চিরজনমের সখা
রেখেছি দুয়ার তোমার জন্য খুলে,
হোকনা আমার ভাঙাচোরা যত মন
কালের পথে দূরের গগন তলে।


এসো প্রিয়ে আজ গোপন বিলয় ক্ষণ
ওষ্ঠ ছোঁয়াও আমার ওষ্ঠ পরে!
কটির বাঁধন আপন হাতে খুলি
জুড়াক হৃদয় কুচযুগ সম্ভারে।