- *গুরুদেবের প্রতি* -


আজো উজ্জ্বল প্রভাতে প্রদোষ ক্ষণে
নবীন আলোয় আদিম অন্ধকারে ,
দূর আকাশে শুভ্র তারার মাঝে
আবার দেখি জ্যোৎস্না প্রকাশ ঘিরে ।
অমূল্য ধন ধরার শুধুই তুমি
অতুল্য সব সম্ভারে দৃপ্ত মন ,
যে পেয়েছে তোমার ছোঁয়া খানি
ধন্য মানে তারেই ক্ষুদ্র জীবন ।
সৃষ্টি তোমার দিগন্ত বিস্তৃত
ব্যাপ্তি ছিল অসীম ধরা তল !
আজও তুমি সমান প্রাসঙ্গিক
সেদিনের সব আজও সমুজ্জ্বল ।
গভীর ভালোবাসায় হৃদয় ভরা
বিনম্র মন সকল অহংকারে !
রবির কিরণ সূর্য কিরণ আজ
সৃষ্টি সকল শ্রেষ্ঠ পৃথ্বী পরে !
কালজয়ী তুমি অনন্ত অদ্ভুত
বিরাজিছ তুমি প্রতিজন অন্তরে ,
কি দিয়ে তোমায় করিব নিত্য পূজা
রয়েছি তোমার চরণ বক্ষে ধরে ।