(তুমি আছো সবখানে)


নামের মাঝে আবেগ ভরা
বাঁচতে শিখায় রোজ-
শহীদ হয়েছে লক্ষ যুবক
নবীন রাখেনা খোঁজ!
মূর্খের হাতে শাসনের ভার
সুশাসন ঝকমারী-
ইতিহাস ভুলে দ্বিজাতির দলে
নতুনের নাম ধরি।
'বাংলা' নামে নেশা আসে বেশ
মাদক, এ নামে নমি,
ইতিহাস হলো পশ্চিমবঙ্গ!
একদিন-ভূগোল হবে বদনামি।
পুরানো সেকেলে রবীন্দ্রনাথ
বেমানান নজরুল!
দাঙ্গায় জিতে রাজনেতা যত
বাঙালি, চেতনায় মশগুল।


27 / 7 / 18                  নিরক্ষর ।