-কল্মিলতা-
কবি-* নিরক্ষর * ।


একফালি চাঁদ জ্যোৎস্না মাখাবে বলে
কঙ্গোর উপকূলে ডেকেছিল !
বলেছিল ' কলমী লতা এখনো সতেজ ',
সেইসবে নীল নদ পেরিয়ে ছিলাম আমি।
ক্লান্ত ছিল আমার শরীর -
বিষন্ন ছিল আমার মন ,
পরের দিন মালাবার উপকূলে-
আবার দিলে উঁকি-ঠিক সেই সময়।
আজ আর আমি ক্লান্ত নই,
খাইবার গিরিপথ ধরে আমি অনেক আগেই
পৌছেগেছি পড়ন্ত বিকালে।
সোনালি মেঘের সাথে করে মাখামাখি -
সূর্যের সাথে গোপন সখ্য আমার ।
মেঘ মিশে থেকে যাবো-চেরাপুঞ্জির গোপন ডেরায়।
যাক সে কথা, কলমী লতা এখনো সতেজ ! -
এখনো ডাগর স্তনে শিশু মুখের গন্ধ ,
অগোছালো চুলে নিমতেল !
ঘাম খানি ঝরে আজো ক্লান্ত হলে ভাঁজে ভাঁজে
গুমোট গন্ধের রেশ কালো গায় !
মন মরে অন্ধকারে নিশাচর রূপে ।
অজানা পেঁচারা আসে রোজ রাতে -
জানালার পাশে ভাঙ্গা টিনের আড়ালে।
তবে একা কই ,ঊর্মিলা বিলাসী মন -
গোপন রসে !
থরথরিয়ে উঠল ধরনীর কোল ,
মুঠো মুঠো সাহারার তপ্ত বালু -
উড়িয়ে দিলাম আকাশে ।
উদভ্রান্ত যৌবন আজও - কঙ্গোর উপকুলে-ঢলে ,
আমি আছি বসে-খাইবার পেরিয়ে
মালাবার উ প কূ ল !


তপন কুমার সৎপথী.13.9.2016.