তোমার পথে শেষ করি রোজ বেলা
তোমায় নিয়েই রাতের স্বপ্ন দেখি,
আকাশ ছুঁয়ে জ্যোত্স্না আসে রাতে
তারার ঘরে প্রায়ই পত্র লিখি!
তোমার চলার শব্দ শুনি রোজ
নূপুর বাজে উড়ে চরণ ধূলি!
তোমার জন্য রাত্রে বাঁধি গান
দিনের আলোয় সুরের বাঁধন খুলি!
শূন্য মাঠে হারায় আমার সুর
দিগন্তে যায় তোমায় খুঁজে খুঁজে,
রোদ্রে পুড়ে উদাস গানের কথা
আবার ছায়ায় ক্লান্তিতে চোখ বুজে।
তোমার জন্য মন্দিরে যাই একা
শাঁখের শব্দ আঁধার ছুঁয়ে সাঁঝে,
বৈরী বাতাস নিভায় যদি বাতি
জানি তখন ডাকবে আমায় খুঁজে।
তাইতো এখন সন্ধ্যা হলেই ফিরি
উঠান ঘরে অনেক রাত্রি থাকি,
ঘুমাও তুমি নীরব সুখে প্রিয়া
আর জেগো না ভয়ে আমায় ডাকি!
এমন যদি খবর থাকে কোনো
একটি তারা পত্র হাতে দোরে,
রইবে তাতে আমার লেখা কথা
স্মৃতির পাতা সাজিয়ে তোমার তরে।
কিংবা যদি দূরের আকাশ পারে
পায়ের শব্দ আসে তোমার কানে,
জানবে সেদিন যাচ্ছি আমি পথে
তারার ঘরে থাকতে তোমার সনে।