কান পেতে


আকাশের পথে কান পেতে শুনি
সৃষ্টির হাঁটা চলা,
ভিয়েতনামের শুকনো মাটিতে
দেখেছি বীরের খেলা!
স্বচক্ষে দেখেছি দুর্বার স্রোতে
রাজতন্ত্রের ক্ষয়!
দুরুদুরু বুকে নড়বড়ে স্রোতে
গণতন্ত্রের বিলয়।
প্রাচ্যে অসহায় সাম্যের ভীত
প্রাশ্চাত্যের খুশি,
ধ্বংস লীলার বিজয় মাতনে
নিরোর বাজছে বাঁশি!
দূষিত বাতাস জল ছলছল
প্রলয়ের উল্লাস,
নীলনদ আজ হারায়েছে কূল
বয়ে অন্তিম শ্বাস!
গণতন্ত্রের উড়ছে কেতন
মানুষের জয় গান,
সকল তন্ত্রের শেষ মন্ত্রে
পরিবারের ক্ষুদ্র দান!
মিথ্যা রাজা মিথ্যা তুমি
মিথ্যা তোমার কাজ,
গোপন ইচ্ছায় মজে আছো সব
যুগে যুগে করো রাজ।
আমি জনগণ আমি ইতিহাস
করবো না জারিজুরি,
মহৎ কর্মে করি মাথা নত
প্রয়োজনে তরবারি।
রচনাকা : ২০১৭-১৮