কে দিল আজ খুলে বাঁধন তার
সকাল থেকে ঝরছে অবিরত,
যেদিক তাকাই শুধুই দেখায় দেখি
প্রলয় মাতন ধ্বংস ইচ্ছা মত!


মাঠ ঘাট সব জলেই একাকার
ভিজছে সকল নিজের মত তারা,
কি যেন এক অদ্ভুত উল্লাস
চতুর্দিকে বইছে জলের ধারা।


শ্রাবণ মেঘ আকাশ ছেয়ে কালো
কালো মেঘে আঁধার আলো দূর,
ঝিলিক প্রকাশ দেখায় অবিরত
গর্জনে তার রণহুংকার শুর।


প্রবল ধারায় প্রলয় নিশ্চিত
সাগর পানে ছুটছে বারী ধারা,
সিন্ধুর ঢেউ উল্লাসে পার ভাঙ্গে
সঙ্গম সুখ উভয় বাঁধন হারা!


আমার উঠান ভিজছে একা জলে
ভাঙ্গা জানলায় ঝাপটা অবিরত,
মাটির দেয়াল পড়ছে জলে গলে
গলছে খুশি নিজের ইচ্ছে মত।


কে দিল আজ লুকিয়ে সকল পথ
দিকে দিকে মেঘ মল্লার গান,
যেদিকে দেখি কালোর ছুটাছুটি
দূর দিগন্ত আজকে কেবল ম্লান।