মুসাফির


পৃথিবীর পথে ঘুরছি একাই
দেখছি দুঃস্থ মুখ,
শুনছি হাজার লক্ষ জনের
অব্যক্ত সব দুখ।
কোথাও দেখছি মাটিচাপা লাশ
এখনো নীরবে চেয়ে,
স্নেহের আঁচলে রক্তের দাগ
অশ্রু অধর ছুঁয়ে!
সাগরের জলে উদ্দাম ঢেউ
মরুভূমি নিশ্চুপ,
দেখছি হাজার নদী পর্বত
শতেক ধ্বংস স্তূপ।
আমি বেদুইন মুসাফির আমি
পৃথিবী আমার ঘর,
ঠিকানা আমার খোলা আসমান
দিগন্ত বালুচর।
প্রতিজন শুধু চেনে প্রতিজনে
সবারই আমি চিনি,
মরুতে সাগরে পর্বতে গাঁয়ে
আমার ঠিকানা জানি।
হারাবার কিছু রাখিনি তো আমি
হারাবার নেই ভয়,
সৃষ্টি আমার সম্পদ সেতো
বিনম্র সঞ্চয়।
চলতে চলতে খুঁজে নেব ঠিক
শেষের ঠিকানা পথে,
খোলা আসমানে শ্মশানে কবরে
মিশে রব মাটি সাথে!
মুক্তি সে তো নিঃস্বার্থ ত্যাগ
সাধনা শক্তি মানি,
দুঃস্থ অনাথ গরিব কাঙাল
আমার দেবতা জানি।
কুঁড়েঘর যত দেবালয় মোর
গুণীজন ঈশ্বর,
শান্ত ধরার সকল মানব
দেবতা পরমেশ্বর।
সত্য আমার পরম সঙ্গী
মুক্তিই আমার আশ,
সবার চরণে ঠাঁই পাব ঠিক
এ - আমার বিশ্বাস॥


রচনাকাল:
২০১৭-১৮