কে দিলো আজ ধুলোয় ঢেকে পথ
যায় না দেখা সূর্য আলো খানি
রাখলো দূরে বিশ্বায়নের পিছে
অসীম সীমার নির্জনেতে আনি ll
নেইতো আমার নবীন শহর গাঁ
এখানে আর নেই যে কোনো কাজ
একলা দূরের অচেনা সব জন
নিত্য দিনের কাজ ফুরালো আজ ll
ভোরের বাতাস উদাস বয়ে দিকে
চড়াই শালিক ডাকছে না তো ভোরে
দুপুর রোদেও নেই যে ছায়া মেঘে
বিকেল আসে নিজের মতো করে ll
সাঁঝের আকাশ কেমন অন্য যেন
চাঁদের জ্যোত্স্না খেলছে মাঠে ঘাটে
জ্যোত্স্না চাঁদের খেলছে মাঠে ঘাটে
আজকে সকল পুলক বিহীন কেন ll
মৃদু বাতাস কুলের কাছে বয়
সে উষ্ণতা আজকে কোথায় কই
সকাল দুপুর সন্ধ্যা হলো ঠিকই
নিঝুম রাত্রি একলা বসে রই ll
সেই যে পথ ওইতো আমার গাঁ
একটু দূরেই বামুন পাড়ার মাঠ
নতুন দীঘির পদ্ম আজও ফোটে
দেখায় দূরে নাইতে আসার ঘাট ll
দূরের থেকে যায়না চেনা কিছু
ওরাই কি আজ রাখলে আমায় দূরে
হয়তো হবে আমায় রেখে আজ
স্নান সেরে সব ফিরছে আপন ঘরে ll
অনেক রাতে শান্ত সকল কিছু
শোনায় না আর সেই কান্না খানি
আসার সময় রুখছিল যে পথ
ক্লান্তিতে তার ঘুম এসেছে জানি ll
সকাল হবে আবার নতুন করে
আমার গাঁয়ে সবই আগের মতো
নিত্য কাজে থাকবে সবাই ভুলে
তারই শুধু পড়বে মনে যতো ll
*****************************
কবি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা আগামী বইমেলায় প্রকাশ করার পরিকল্পনাও ছিলো।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।  
সাহিত্য চর্চার পাশাপাশি কবি অসুস্থ্য মানুষের সেবা করে গেছেন নিষ্ঠা ভালোবাসা ও দরদের সাথে।
আসুন,  আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে, তাঁর  প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।