অভিমানী


পৃথিবীর বুক চিরে দিনরাত নীল নদ বয় -
বাড়লে জলের স্তর আঙ্গিনায় -
তাতে ভয় হয় !
তুমি তো আমার এক -
প্রাণহীন ছোট নদী জানি ,
বালিয়াড়ি এঁকেবেঁকে স্থির নদী - হয় অভিমানী !
আঙুলের ডগা রাখি -
ফেনিল জলের আস্তরণে ,
বিছানায় ঢেউ আসে -
আঁখি জল বিনিদ্র নয়নে ।
শুধুই শরীর চায় নদীতেই ডুবে থাক মন ,
তারই ছোঁয়ায় দিন ভুলে থাক শুধু সারাক্ষণ ,
সে আর এমন কি ,
ধান থেকে চাল হবে জানি -
ইঁদুরের ছোটো দাঁতে নতুন বস্ত্র অভিমানী ।
তবুও উপস্থিতি -খেলে যাক দিনরাত তরঙ্গের মত ,
তুমি তো তেমনই এক !
শুদ্ধ জলে ভেসে চলা নদী অযাচিত ।