অবচেতন -
তপন সৎপথী


পাশবালিশে রাত্রি অলস নিভৃতে কোল ছুঁয়ে
বাসর রাতের উপ কথায় গোপন গন্ধ গায়ে ,
নকশি কাঁথায় স্বপ্ন মোড়া ঋতুর বারোমাস
খোলা পিঠে দুললে বেনী বুকের সর্বনাশ ।
সময় পারে বুঝতে নিজেই রাতের গোপন খোঁজ
দিনের আলো আকাশ জুড়ে আঁধার ডাকে রোজ ,
দূরের মাঠে ঘন সবুজ জামপাতারই ফাঁকে
আজও ভাবি মৃদু বাতাস শিষ দিয়ে ওই ডাকে ,
আমায় যেন বলছে চুপে বুকের কাছে নিলে
আঁধার রাতে আমার সকল আজ ভিজিয়ে দিলে !
এমনি বলে আলতো করে বালিশ খানি রেখে
শরীর পরে হাজার নিশান দিলে সেদিন এঁকে ।
যতেক তারা উঠেছিল আকাশ জুড়ে রাতে
ক্লান্ত শরীর নকশি কাঁথায় হাত ছিল তার হাতে ,
ঘুমের মাঝে প্রভাত হলো রঙ্গিন আলো গায়
বালিশ দেখি তেমনি আছে কোলের ঠিকানায় ।


19 / 7 / 18