(তুমি আছো মমহৃদয়ে)


সিন্ধু গর্ভে ডুব দিয়ে যাই রোজ
ঝিনুক খুঁজি মুক্তো যদি পাই,
সাগর বলে আমার যতেক ধন
তোমার কাছে বিলিয়ে দিতে চাই!
মরুর মাঝে দেখে যখন ফিরি
শুধাই তারে নীরস কেন একা!
মরীচিকা মুচকি হেসে কয়
কাঁটা গাছে প্রাণের পরশ রেখা।
ফিরে আসি পর্বত চূড়া খুঁজে
বিশালতায় অদ্ভুত স্থির দেখি,
ভূকম্পনে কিংবা বিবর্তনে
সৃষ্টি আজও অনাবিল ধ্যানে একি!
সত্য খুঁজে পথের প্রান্তে আসি
শান্ত নিখিল খোলা আকাশ তলে,
শূন্য আকাশ ডাক দিয়ে যায় হেসে
পরমানন্দে থাকো আমার কোলে।
চোখ দিয়েছো দাওনি দেখার শক্তি
জ্ঞানের চক্ষু জনম জনম চাই,
এই জনমের ভক্তি শ্রদ্ধা খানি
সবার চরণে লুটিয়ে দিলাম তাই।