অতৃপ্ত-বাসনা


তোমারে দিলাম আজি যাইবার পথে
অসীম আকাশ খানি উন্মুক্ত সান্ত্বনা,
জাগতিক অস্থিরতা না থাক অন্তরে
যাইবার প্রাক্কালেতে এ মোর বাসনা।
উপাসনা গৃহে আজ, করিওনা জিদ,
রাখিওনা প্রশ্ন আজি,সামান্য সময়!
তোমার ছায়ায় মিশে রব সর্বক্ষণ -
হয়তো বিদাই ক্ষণ বড়ো অসময়!
অজান্তে করিবে ভার আমার যতেক,
গোপনে আঁধার রাতে স্বপ্ন ছুবে মন!
নীরব প্রভাত এসে খুলে দিবে দ্বার -
আমার বিলীন আত্মা উদাস আপন!
আগামীর প্রতি পদে আমার পরশে
নির্বাক শূন্য তা গ্রাসী হৃদির ক্রন্দন,
বিচলিত অশ্রুধারা অধর ভাসাবে
ভোরের শিশির ছুঁয়ে আলোর রোদন।
দ্বিপ্রহর শান্ত আত্মা দূর হতে চেয়ে
নীরবেই ক্লান্ত কোলে স্পর্শ অনুভব,
চঞ্চল গোধূলি আলো পশ্চিম ছড়ালে
সাঁঝের প্রদীপ নীচে আঁধারে নীরব!
এমনি মিশায়ে দিব নিজের সকল,
উজাড় করিয়া দিব যা কিছু আমার,
অকালে এসেছি পথে তোমা হতে দূরে
অনুভবে সদা সুখ রচিব তোমার।
কালের নিয়ম নীতি শিরোধার্য করি,
দূর হতে তোমা পানে রহিলাম চাহি!
অপেক্ষা প্রহর শেষে পরপারে এসো
আত্মার বিলীন মেঘে সমীরণে বহি।
রচনাকা : ২০১৭-১৮