প্রতিবিম্বের রূপ


দর্পণেতে ভাসে রূপ নিজেরই মত
চরিত্র বদলায় রূপ দুশ্চরিত্র জন,
প্রতিচ্ছবি প্রতিবিম্বে ঠিক নিজ মত
মনুষ্যত্ব লোপে দেখ আলাদা দর্পন!
তাঁদের বর্ণনা করি সে কোন সাহসে,
দাস হয়ে থাকি যেন চরণের পরে,
বিদ্যার প্রলেপ গায় তুচ্ছ জ্ঞান থাক
মিথ্যা মোহ স্পর্শ যেন আমায় না করে।
মাতৃরূপে মূর্তি পূজা করহ যে জন
ভক্তি ভরে কর পূজা আপন মায়েরে,
জীবন্ত দেবী তিনি পিতা যে দেবতা
ধর্মের বচনে শক্তি থাকুক অন্তরে।
ধ্বংস, সে ক্ষনিকের সময়ের কার্য,
সৃষ্টি সুখ অনাবিল মুগ্ধতা বিস্ময়!
সুনামের সাথে থাকো নব সৃষ্টি সনে
নিঃস্বার্থ জীবন হোক সারা বিশ্বময়।
শিক্ষালাভে অন্ত নাই যে জন তা মানে
প্রকৃত বিদ্যান তিনি মনুষ্য সমাজে,
মহাশক্তি লোপ পায় দুর্বলের হাতে
শক্তির বিনাশ রচে কন্দর্প বিরাজে!
অলীক কল্পনা থাক সত্য খুঁজি পথে
শিশু মন বড় হোক নিজেরই মত,
আষ্ঠে পৃষ্ঠে বাঁধিওনা কিশলয় মন
বিদ্যা বোঝ না বুঝুক বিদ্যার্থীরা যত।
এখনো সমাজ মাঝে আছেন যে জন
অপরের তরে প্রাণ বিলায় নিজের,
শিক্ষার আলোয় তাঁর চরণেতে থাকি
বুদ্ধিজীবী স্বার্থপর আপন স্বার্থের!


রচনাকা : ২০১৭-১৮