সেই আঁধারে হয়নি কথা আর
তখন পূবে চাঁদ ছিল দূর মেঘে
তারেই ফাঁকে রাত্রি এলোমেলো
শান্ত পথে ছিলাম আমি জেগে॥


এমন প্রদোষ দেখিনি কভু আর
শীতল বাতাস বইছিল ধীর লয়ে
আঁধার আলোয় নীরব জোনাক সব
সাঁঝের পেঁচা ছিল একাই চেয়ে॥


সময় যায় রাতের পথে হেটে
ঘুম আসেনি তোমার প্রতীক্ষায়
এমন সময় শরৎ আকাশ চিরে
চাঁদ তারারা উঠলো মেঘের গায়॥


উজ্জ্বল হলো তোমার আসার পথ
বাড়লো আসা একলা মনের ঘরে
ভাবনা সঠিক ওই তো দূরে তুমি
আসছো হেঁটে তোমার পথটি ধরে॥


আঁচল ঢেকে এদিক ওদিক চেয়ে
কেমন যেন চঞ্চলতা গায়
দক্ষিণ মেঘের তারার পানে চেয়ে
বৈরী হওয়ায় কাজল আখি চায়॥


কথা ছিল দেখবো শুধুই আজ
তোমার অধর তোমার আঁখি দুটি
পাগল তবে হলো কেন রাত
আলগা দেখি তোমার বক্ষ কটি॥


উচ্ছলতায় নিঃস্ব হলে তুমি
উড়ল পেঁচা ভোরের আভা মেখে
চাঁদের জ্যোৎস্না বিলয় দক্ষিণ গায়
হারিয়ে কথা নীরব ছিলে সাথে॥