থাকো তুমি নিজেকে আড়াল করে
ক্ষুদ্র জীবন বার বার দীপ জ্বালি,
আমার সকল সৃষ্টি সবার তরে
নিবেদিত প্রাণ দিব শেষ অঞ্জলি।


যে পথ গোপন অভিসারী দিনরাত
প্রভাত মালায় নিশ্চল অলসতা,
মাটির আসন শূন্য তোমার তরে
সে আসনে আজ গোপন বিলাসিতা।


দুপুর হারায় চুপি চুপি আনমনে
বিফলে যায়নি কারো নির্জন ক্ষণ,
উষ্ণ ঘ্রাণে ইন্দ্রিয় স্বপথেই
মননের মাঝে রাখা থাক এ জীবন।


হৃদির পরশ বিবস অলসতা
প্রতি সাঁঝ আসে সাঁঝতারাটির সাথে,
আমার দুয়ারে সন্ধ্যা প্রদীপ আলো
রাত জাগা শুধু নীরব নিশুতি রাতে!


আজ মন চায় প্রদীপ শিখায় পুড়ি
পুড়াই আপন সকল সত্তা খানি,
নির্জন রাতে পিছুফিরে যাই দূরে
নিখিলের মাঝে আমার ঠিকানা মানি।


গুপ্ত গহ্বর কালের অন্তরালে
নিষ্পাপ ছিল জীবনের লেনা দেনা!
অচিনের মাঝে ব্যাসক্ত কানা কানি
সে কথা হয়তো হবে না কভুই শোনা!


রেখে দিয়ে গেলে গোপন যতেক ব্যথা
দুঃখ সইবার ক্ষমতা অসীম জানি!
সন্তান চিতা জ্বালায়েছি নিজ হাতে
সাজায়েছি নিজে তোমারও চিতা খানি!!