শরৎশুভ্র মেঘ খানি আজ যাচ্ছিল দূর দেশে
গোধূলি বেলায় হিমেল হওয়ায় মিলিয়ে দিল শেষে,
কোথাও খুঁজে পেলাম না আর কালোমেঘে চেয়ে
হয়তো হবে অনেক দূরে আছে আকাশ ছেয়ে!
না হয় কোথা লুকিয়ে গেছে সন্ধ্যা আসার আগে
হিমেল হওয়ার উষ্ণ ছোঁয়ায় প্রদোষ অনুরাগে!
আমার বেলা কাটে এখন তারেই পানে চেয়ে
রোজই আমার উঠান তলে খেলে ছায়া ছেয়ে,
সেই ছায়াতে কাটাই দুপুর নিঝুম আঁধার ভাবি
কোনো কোনো দিন বলে এসে সন্ধ্যা রাতে যাবি,
আমি বলি তোমার সাধ্য আছে কত খানি
বৈরী সমীরণে তুমি ছিন্নভিন্ন জানি!
জ্যোত্স্না রাতে একলা শুধু আকাশ জুড়ে থাকো
এখন আমার নিত্য বিরাগ উদাস থাকে নাকো,
গুনগুনিয়ে সুরের সাথে কাটাই জীবন বেশ
লেখার কথা সজীব আমার বর্ণনা তার রেশ,
ছন্দ খেলে খোলা মাঠে দূরে অনেক দূরে
সীমান্ত নেই অসীম ধরায় পরিব্রাজক ঘুরে!
ভবঘুরে বাউল ফকির সঙ্গী সবাই আজ
মুসাফিরের নেই ঠিকানা চলাই যে তার কাজ,
তাই তো তোমায় সঙ্গী ভাবি তুমিও ভাব নিজে
আকাশ কোলে নিত্য ভুলে যাই ঠিকানা খুঁজে।