সৎ সাহিত্য
সনেট ( 127 )
কৃষ্ণগহ্বরের রাত্রি জাগ্রত কিরণে
আঁধারিত জন পথে চন্দ্রিমা প্রকাশ ,
চলোর্মি ছুটিয়া যাক সমুদ্র মাঝারে
চলিষ্ণু সাহিত্যে হোক চিকন বিকাশ ,
সৃষ্টি সব চির সত্য , সদা পৃথ্বী পরে ,
দ্রঢ়িষ্ঠ কর্মের ফল , ছড়াইবে দ্যুতি ,
দ্ব্যশীতি কাব্যের পিছে দৌর্বল্য বৃথাই -
বিবর্তনে চির সত্য সাহিত্যের জ্যোতি ।
গরিষ্ঠ ধরায় কবি জ্যোতিষ্ক চিন্তক ,
চিদাত্মা তাঁহার মানি ,সৃষ্টিও অমূল্য ,
আত্মীয় আনন্ত্য আত্মা নবীন প্রাঞ্জল
নিজ চিন্তনের মাঝে সদাই প্রফুল্ল ।
প্রত্যুপ্ত তোমার সৃষ্টি সাহিত্যে প্রদর ,
আপ্যায়নে আপ্লাবিত জাতি আপামর ।
............ 27 . 12 . 2017 ..................


কবি ২০১৬-২০১৮ পর্যন্ত ফেসবুকে কবিতা লিখে সকলের কাছে তার অমূল্য প্রতিভা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ছন্দ কবিতার পাশাপাশি অনেক সনেটও লিখেছিলেন যা আগামী বইমেলায় প্রকাশ করার পরিকল্পনাও ছিলো।
বাংলা কবিতা ওয়েবসাইটে যার সাহায্যে তিনি একাউন্ট খোলেছেন, কবির রেখে যাওয়া  একান্ত ইচ্ছাটাকে সম্মান করেই কবির চলে যাবার পর থেকে তার কবিতাগুলো তিনি আড়ালে থেকে প্রকাশ করে যাচ্ছেন।  


আসুন আমরা কবির সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখে কবির প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি।