সতত সুখ
======
ধীরলয়ে গোধূলির মেঘ গেল সরি
সমীরণ উদগ্রীব সাঁঝের ব্যস্ততা,
একাকী নির্জন পথ গন্তব্যের শেষ
দুয়ার রয়েছে রুদ্ধ শত গুল্মলতা।
নিস্তব্ধ আঁধার ছুঁয়ে জোনাকির আলো,
ঝিঁঝিঁর কর্কশ ডাকে তমসা উন্মুক্ত,
দিয়েছিনু কথা তারে আসিব নিশ্চয়ই
হৃদয়ের চঞ্চলতা গোপনে আসক্ত।
ডাকিলাম মৃদুস্বরে আসিয়াছি আমি
জ্যোত্স্নার গলি পথে যামিনী আঁধারে,
পূর্ন গোপনতা ছিল ছায়ায় ঢাকিয়া
অভিসারী রাত্রি পথ জোনাক সম্ভারে!
ধীরে ধীরে খুলি দ্বার দাড়াইল বালা!
উন্মুক্ত বক্ষের বস্ত্র লুটিছে ধুলায়!
সমুজ্জল নাভি লোকে চন্দ্রিমা আলোয়
এ কোন দৃশ্যতে সুতা আমায় ভুলায়!
অলক ঢাকিছে মুখ নিষ্পাপ দু’আঁখি,
উতলা সমীর ছুঁয়ে দেখে বারবার!
অনুভবে কল্প সুখ সকলি আজিকে
তবুও সকলি তার আজিকে আমার।
দুই বহু উন্মিলিয়া ডাকিলাম তারে
প্রতিষ্ঠিত হোক আজি সম্পর্ক স্থাপন,
বৈষম্যের নাগপাশ ছিন্ন করি সব
হৃদয়ে থাকিও তুমি আমার আপন।
যামিনী মুদিল আঁখি আহ্লাদিত মন,
জ্যোত্স্না আড়াল করি রাখিল প্রকাশ,
জোনাক নিশ্চুপ খুশি দেখিয়া বাসর
সাক্ষী কেবলি শুধুই আকাশ বাতাস!
বুঝেনা খুশির রাত্রি সময়ের ডাক,
চমকিয়া চাহে রোদ কিঞ্চিৎ লজ্জিত,
মোর বক্ষে ঢাকি নিজ উন্মুক্ত সকল
দুখী বালা প্রিয়া আজি, নিশ্চিন্ত সতত।


রচনাকা : ২০১৭-১৮