থার্মোমিটারের পারদ তখন একশত চার ছুঁয়েছে,
জলপট্টির প্রতি জলকণা বাষ্প হতে কিঞ্চিত সংকীর্ণতা বোধ করছেনা।
অন্তরে অধৈর্য্যের আন্দোলন ক্রমশই বিস্তর প্রসারিত,
সজ্ঞানে অজ্ঞানতার ন্যায় ওষ্ঠ জড়ানো তোর নাম,
ক্লান্তির মিছিলে পা মিলিয়ে ক্লান্ত চরণ,
তুই বিহীন তোর হাঁটা পথ........আর
আঙুলে আঙুল ছোঁয়ার মুহূর্ত
বুক চাপা যন্ত্রনার এক উজ্জ্বল প্রতীক।


সম্পর্ক রেখেগেলি আমাতে,
একাকীত্বের উদ্যম স্রোতে ভাসিয়ে দিয়ে।


তুই তো চিরন্তন নিদ্রায় সুদূর গগনে তারা হয়ে গেলি।
আর আজো আমার সত্ত্বায় মিশে থেকে
ভোরের শহরের দমকা বাতাসে
আমার ঠোঁট ছুঁয়ে বলেযাস


'কেমন আছো প্রিয়?'....