একটি পিরামিড গড়তে চাই
..............তপন বাড়ৈ..(14/09/16)
____________________
ধূসর মরুতে একটু জায়গা কিনতে চাই,
আমার এ সাধের দেহ কে বিশ্রাম দিতে
একটি পিরামিড গড়তে চাই।
কলহর সমাপ্তি ডেকে নির্বাক হতেচাই,
যন্ত্রনার আলোক সজ্জায় ক্লান্ত পথিক আমি
তোকে পাবার প্রতিযোগিতায়,
প্রহরে প্রহরে অশান্তির কলতান,
অঝোরে অশ্রুর বাঁধ ভাঙা আর্তনাদ
অবসান করতে চাই,
বিশ্রামাগারে চিরতরে আজ বিশ্রাম নিতে চাই,
তাই আমি একটি পিরামিড গড়তে চাই।
বালুর বুকের তপ্ত সিমায়
আমি সতেজ থাকতে চাই।
ঘিরে থাক তোর সপ্নরা আমার চারিধার
পিরামিড তলদেশে,
তোর দেওয়া যত যন্ত্রনা আমার সঙ্গি করতে চাই।
আমি বিষাদের জীবন চেয়েনেব তোরথেকে
যত আছে সব আমায় ঢেলেদে,
মুক্ত পৃথিবী হোক তোর সুখের আতুরঘর,
আমাকে তোর দুঃখ সপেদে,
পিরামিড তলে বন্দী হতে চাই।
মরুর বালুতে আমি একটি পিরামিড গড়তে চাই।