.......কালো মেয়ে.......
~~~তপন বাড়ৈ~~~
বিকেলের আলতো-মৃদু বাতাস
দীঘি ভরা কালো কুকুচকুচে একরাশ জল
আলতো ঢেউ এ থৈ থৈ জলরাশি
সারি বদ্ধ ভেসে যাওয়া একঝাক পাতিহাঁস
আর এক কোনে নুয়ে থাকা এক মেয়ে
সারির আঁচলে কলমি আর মালঞ্চ শাকের ডগ
নির্লজ্জ আমি , পলক হিনা দৃষ্টি তার পানে
...........
কিন্তু. ...,ওযে কালো.....
............
কালো কেশের মাঝে ঐ চাঁপা ফুল স্বপ্ন দেখায় মোরে
গগনে ভাসা ঐ কালো মেঘ বৃষ্টি দেয়
প্রাণ ভরে বাচার আশ্বাস নেয় চাতক,
কালোর চাদরে মুরে থাকা রাত
আরো একটি নতুন ভোর কে দেয় উপহার,
আর তোমার যত রঙিন স্বপ্ন, ঘিরে রাখে তোমায় ঐ কালো রাতেই ।
কালো.......
কালোর মাঝেই দেখেছি আমি কালো হরিন চোখ
কালোর মাঝেই পেয়েছি খুজে বাচার নতুন আসা
কালোর মাঝেই পেয়েছি খুজে মুক্ত ঝরা হাসি
কালো বলছ...তবুও আমি ঐ কালকেই ভালবাসি।
................
ভালোবাসা. ...তোমার পানে চেয়েছে ভ্রু কুঁচকে, চোখে একরাশ ঘৃণা,
কালো মেয়ে তবু অহংকারে পুর্ন...তোমাকে যেন পাত্তাই দেবেনা ।
.............
আমি দুর্বার বুকে শিশির ঝরাব
শিউলি ফুলের গন্ধে ভরাব
ভোরের আলোতে শোনাব কোকিল সুর
কাকভোরেতে নির্মল বাতাসে বংশী বাজাবো,হৃদয়ে স্পন্দন দেব মধুর,
.................
একটি কালো মেয়ের জন্য............ !
.................
কালো তা, সে তোমার কাছে,তোমার চোখে কালো,
আমার চোখের দৃষ্টি দিয়ে চোখটি শুধু খোলো;
স্বর্গলোকের অপ্সরা ও তুচ্ছ এ কালোর কাছে,
হৃদয় হেথা রং খোজেনা,ভালোবাসার বেসে...
রূপ সাগরে দেখেছি তার কালো মধুর ঢং,
ভালোবাসি...শুধু ভালোবাসি,ভালবাসা যেন খোজেনা কোনো রং।।