মোরা তরুন
.............তপন বাড়ৈ(১৭/০৪/২০০৫)

ধমনি-শিরা লক্ষকরে ছুটে চলেছে রক্ত,
বাস্তবের প্রকাশ্য রাস্তা অতি দূর্গম,অতি শক্ত।
তবুও মোরা ছুটে চলেছি,মানছিনা কোনো বাঁধা,
ছুটতে ছুটতে পথের মাঝে কোরছিনা কোনো দ্বিধা।
ফিরছিনা কোন পিছু ডাকেতে,সামনে যাচ্ছি কেবল,
মোরাই তরুন,মোরাই যুবক,মোরাই আজকে সবল।
ঝরছে কত তাজা রক্ত,মরছে কত গোলাপ,
তবুও মোরা পিছু ফিরিনা,করিনা কভু বিলাপ।
সংগ্রামে আজ মোরাই থাকি সম্মুখ সমরে,
বিশ্ব মাঝে,শহিদ বেদি হচ্ছে কত মোদের কবরে।
অন্ধকারে ছুটে চলি দূর্গম সেই পথে,
হাসতে হাসতে জীবন দেই মৃত্যু মুখি রথে।
তবুয়ো মোদের লক্ষ কেবল সামনের দিকে ছোটা,
যতই দিতে হোক তাতে লাল রক্তের ফোটা।।