আহা কি সুর তুমি তুল্লে ওগো তোমার ঐ বাঁশির সুরে,
আপনা হতে ঝরছে আঁখি ও সুর স্রবন করে,
এতো করুন কেন বলো....!
মন ছুয়েজায় ও বাঁশির সুরে,নয়ন ছলছল।


তুমি কি তবে আমারি মত নীড় ভাঙা এক প্রান!
তবে বাঁশির সুরে ধরেছ কেন এমন করুন গান,
আমার মত তুমিও কি তবে বর্নহীন ক্যানভাসে
একাকীত্ব পালন কর,যেথা নিরবতারা হাসে।
একলা কেবল চেয়ে থাকো সুদূর দিগন্তে
ভীরের মাঝে একলা থাকো একাই একান্তে,
চলতে পথে দিক ভুলে যাও তারই ভাবনায়
বুক চাপরাও রুদ্ধ শ্বাসে তারই জাতনায়,


তবে এমন করুন কেন,
ও বাঁশির সুরে ব্যথিত কোন ভাবনা আছে যেন।
বুক ভেঙেছে এমন সুর ই উঠলো বাঁশির সুরে,
তুষের আগুন জেমনি পোরে মোরছো তেমন পুরে।


তুমি বাঁশিওয়ালা,
বাঁশির সুরে মেটাও তুমি তোমার বুকের জ্বালা।
আমি নিরব একটি প্রান,
আপন মনে বইছি ওগো আমার অভিমান।
দগ্ধ আমি,নিশ্চুপ আমি,জ্বালার প্রকাশ নেই,
ধুকে ধুকে দহন জ্বালায় মরছি আমাতেই।।