জোনাকি
তুমি জান কি
কত রাত আমি নিশাচর হয়েছি ভেবে তোমার কথায়
কতবার তোমায় আসন দিয়েছি আমার স্মৃতির পাতায়
কত-না ডাইরি ভরেছি কেবল তোমার কথা লিখে
কত-না বার দেখেছি তোমায় নির্বাক অপলকে
স্বপ্ন দেখেছি স্বপ্ন এঁকেছি সাতরঙা রঙ দিয়ে
নিজেকে আরও রঙিন করেছি তোমার রঙ নিয়ে


চেয়েছিলাম তোমার নজর কারতে
ভাবিনি কোনোদিন দেখবো এভাবে নিজেকে আমি হারতে
আশার আলো আশার প্রদ্বীপ দমকা একটু ঝড়ে
একে একে সব নিভে গেল, আজ বন্দী আঁধার ঘরে
নিশাচর ছিলাম  সেদিনও আমি আজও আমি নিশাচর
ব্যবধান শুধু প্রভাত সাঁঝ, ব্যবধান আপন পর
সেদিনের সেই নিশাচরে ছিল দিগন্ত জোরা চেতনা
আজকের এই নিশাচরে আছে হারানোর বেদনা
ওষ্ঠ জরানো কান্না আছে,চোখ টি ছলছল
প্রভাতের ঐ কলো-কল্লোল যেন আঁধারে টলমল


আঁধার দিবস আঁধার রজনি আঁধারেই মোর ঠাই
নিশাচর তাই পরম বন্ধু,নিশাচরেই সুখ পাই
তোমার পৃথিবী রঙিন থাকুক,তুমি রঙিন স্বপ্নেই থাকো
তোমাতে আমাতে ব্যবধান ই শ্রেয়,ব্যবধান খানি রেখো
চাইনা তোমার মিথ্যে রঙের রামধনু ঐ বাহার
সুখে থেকো তুমি তোমার রঙে আমার সঙ্গী হোক আঁধার