বারুদের গন্ধে মাতোয়ারা চারিদিক...
বিশ্ব এখন রাহাজানি আর খুনখুনির আতুরঘর,
লুটেরার দল মস্ত বাহিনী গড়ে -
লুটছে তোমাকে, লুটছে আমাকে,
লুটছে আমাদের সকলকে।
/
বাগিচার পুষ্প সকল গোমড়া মুখ করে
ভয়ে ভয়ে প্রস্ফুটিত হচ্ছে,
আধারের গায়ে বিকশিত জত শ্বেত বর্ণের পুষ্প -
প্রভাতের আগেই ঝড়ে পরছে;
প্রজাপতি আর ভ্রমরের দল স্বপ্ন দেখ ভুলেই গেছে,
পক্ষি সকল কলরব কন্ঠে আতকে ওঠে -
কিচির-মিচির যেন বিপদের কোন সংকেত ।
/
আতঙ্ক গ্রাস করেছে প্রভাতের আলতো হাওয়া,
আতঙ্ক'ই গ্রাস করেছে ঝরনা'র কলরব;
আতঙ্ক-হাওয়া বইছে ঐ পদ্ম সরবরে,
রাজহংস মেলছে ডানা আতঙ্কের'ই ঝড়ে;
পুব গগনে বুক চিরল কালির চাদর মেখে,
রবির কিরণ আর্সছে সকল আতঙ্ক কে রেখে;
বিশ্ব সকল চেতনা লও - ধোও রক্ত মাখা হাত,
শান্তি আসুক বিশ্ব জুরে, আসুক শান্তির সুপ্রভাত ।।