আমি সর্বনাশী,
সর্বনাশ আমার অঙ্গে জরিয়ে,
রূপের ছটাক...এ দাবানল দেহ আজ বিনাশ কারি যন্ত্র,
শয়ে শয়ে ধ্বংসস্তুপ আজ আমাকে ঘিরে ।
/
প্রথম যেদিন বলেছিলে " ভালবাসি "
এ দেহ-মন-প্রান সকলি নিলে কেরে,
নষ্ট করে দিলে...দিনের পর দিন, বহুদিন,
এক চিলতে সিঁদুর চাইতে ভাসিয়ে দিলে,
আপন হতে করে দিলে পর ।
/
ভেসে ছিলাম সেদিন, ভাসিয়ে ছিলাম দু-নয়ন,
তবুও স্বপ্ন দেখেছিলাম সংশাড় গড়ার,
যে খাঁচা মোর স্বপ্ন ছিল, চূর্ণ হল তা;
অন্য খাঁচা আকরে ধরে বয়ে যেতে চাইলাম
তাও হলনা... সত্য উদ্ঘাটনে...
সধবার বেশে পতি হিনা আমি নিরস সধবা মাত্র,
দীগন্ত জোরা খোলা আকাশ, সমূদ্র সম সীমা ...
দাবানলে আকৃষ্ট শত কীট,
বুক চাপা সে যন্ত্রনায় বাঁচাবার নেশা লোভ পেল,
কিছুটা ক্রোধ, কিছুটা বা অসহায়তা,
মেতে উঠেছিলাম ধ্বংসের খেলায়,
সর্বনাশের সীমা রেখা পেরিয়ে পরিশ্রান্ত আজ,
দোষ দেবনা, " এমনকি তোমাকে ও নয় ",
যার কারনে মোর ভিটের মাটি-
সব চেয়ে বেশী দামী দশ বাহূ রূপী প্রতিমা গড়তে ।।