কলকাতা আজ শোকের চাঁদরে মোরা...
চারিদিকে শুধু হাহাকারের চিৎকার;
বিদঘুটে সেই রক্তের গন্ধ আর আর্তনাদ ।
//
'বাঁচাও আমাকে...আমার জন্য নয়,
আমার সন্তানের জন্য,
তিন মাসের শিশু আমার...
এখনো 'বাবা' ডাক খানি শুনতে পাইনি ।'
//
'আমার বিধবা বৃদ্ধা মায়ের জন্য,
এখন আর সে চোখে দেখতে পায়না...
আমি ই তার একমাত্র সম্বল ।'
//
আমার বৃদ্ধ বাবার জন্য,
যে পথ চেয়ে বসে থাকবে অনন্তকাল...'
//
কতনা চাতক ডেকে ফেরে বৃষ্টির আসায়...
কতনা চাতক প্রান হারায়...
কলকাতা আজ মরন খেলায় ব্যাস্ত,
চাঁপা পরা সেই মানুষ-জন
কিজানি তার যন্ত্রণা কতটুকু...
কতটাই বা অনুভূতি, সমব্যাথী আমি মুক্ত আকাশে,
সহানুভূতি দিতে চাইনা,
শুধু ধিক্কার জানাই তাদেরকে...
যারা আপন মনে ছক বেঁধেছে, পেতেছে  মানুষ মারার কল,
রক্ত খেলায় মত্ত্ব যারা... স্বার্থ ই সম্বল,
যাদের কারনে পরিজন আজ নিঃস্ব অসহায়,
ধিক্কার তাদের সকলকে যারা রক্ত হলি চায় ।।